তোমরা আল্লাহর পথে ব্যয় কর, এবং নিজেদের হাতে ধ্বংস ডেকে আনো না; বরং উত্তম কাজ কর। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।"
— সূরা আল-বাকারা: ১৯৫
আমরা বিশ্বাস করি, সমাজের কল্যাণে কাজ করাই ইবাদতের এক রূপ। আপনার একটুখানি সহানুভূতিই হতে পারে কারো জীবনের আশার আলো। চলুন, আল্লাহর সন্তুষ্টির জন্য একসাথে মানবতার সেবা করি।
আল-ইসলাহ ফাউন্ডেশন
একটি অরাজনৈতিক, অ-লাভজনক ইসলামিক সমাজসেবামূলক প্রতিষ্ঠান,
যার উদ্দেশ্য — আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে
অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।
আমাদের কাজের মূলনীতি:
ইখলাস (নিষ্ঠা), আমানাহ (বিশ্বাসযোগ্যতা), ও ইহসান (সর্বোত্তম প্রচেষ্টা)।
নবী করিম ﷺ বলেছেন, "যে ব্যক্তি ক্ষুধার্তকে অন্ন খাওয়ায়, আল্লাহ তাকে জান্নাতের খাদ্য দান করবেন।" আমরা ক্ষুধার্ত ও গৃহহীন মানুষের মাঝে খাদ্য ও আশ্রয় পৌঁছে দিই।
অসহায় রোগীদের জন্য ওষুধ, চিকিৎসা খরচ এবং মেডিকেল ক্যাম্পের আয়োজন করি।
অর্থাভাবে পড়াশোনা বন্ধ হওয়া শিশুদের শিক্ষা সহায়তা প্রদান এবং কুরআন-হাদীসের আলোকে তরুণ প্রজন্মকে গড়ে তুলি।
দরিদ্র ও বেকার যুবকদের জন্য আত্মনির্ভরশীলতার সুযোগ সৃষ্টি করি—যাতে তারা হালাল উপার্জনের মাধ্যমে জীবন গড়তে পারে।
বন্যা, দুর্যোগ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ এবং সামাজিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করি।
আমাদের স্বেচ্ছাসেবক দল অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে কল্যাণ ও পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছে।
"মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় তিনটি বিষয় ছাড়া — সদকা জারিয়া, উপকারী জ্ঞান, ও নেক সন্তান যিনি তার জন্য দোয়া করে।"
— সহিহ মুসলিম
প্রতিটি দানই হতে পারে আপনার জন্য অনন্ত সওয়াবের কারণ। আজই এগিয়ে আসুন—কারো মুখে হাসি ফোটাতে।
"মানুষের মাঝে সর্বোত্তম সেই ব্যক্তি, যে মানুষের উপকারে আসে।"
— সহিহ বুখারি
আমাদের স্বেচ্ছাসেবক পরিবারে যোগ দিন,
এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সমাজের সেবায় অংশ নিন।